বর্ধমান রেলস্টেশনের পথ শিশুদের সঙ্গে মেয়ের জন্মদিন পালন করলেন বাবা,মা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সমাজসেবা মূলক সংস্থার সারাবছরের বিভিন্ন কর্মসূচির প্রতি আকৃষ্ট হয়ে এবার খোদ কলকাতা নিবাসী পেশায় আইনজীবী মনসুর আলী তাঁর একমাত্র কন্যা মায়েশার (১৪) জন্মদিন টা একটু অন্যরকম করেই পালন করলেন বর্ধমানে এসে। না, কোনো নামিদামি রেস্টুরেন্ট বা পার্কে নয়, রীতিমত বর্ধমান রেলওয়ে স্টেশনের পথ শিশুদের সঙ্গে নিয়ে উদযাপন করলেন মেয়র ১৪তম জন্মদিন। আর এই কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো পথ শিশুদের নিয়ে সারাবছর কাজ করে চলা সংস্থা সহজপাঠ ও শ্রী সবুজের অভিযান।

বিজ্ঞাপন

সহজপাঠ এর সদস্য সঞ্জয় সাহা জানিয়েছেন, মনসুর আলী তাদের ফেসবুক গ্রুপের দীর্ঘদিনের সদস্য। সারাবছর সংস্থার বিভিন্ন কর্মসূচি দেখে মনসুর বাবু ও তাঁর স্ত্রী রেশমা আলী অনুপ্রাণিত হয়েছেন। তাদেরই সংস্থার এক সদস্যের সঙ্গে যোগাযোগ করে তিনি তাঁর মেয়ের জন্মদিন পথশিশুদের সঙ্গে উদযাপন করার ইচ্ছা প্রকাশ করেন। সেইমতো আমাদের পক্ষ থেকে যাবতীয় বন্দোবস্ত করে শনিবার অর্থাৎ ২সেপ্টেম্বর বিকেলে বর্ধমান স্টেশনের ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশুদের একত্রিত করে ময়েশার জন্মদিন পালন করা হলো।

স্টেশনের ছোট ছোট শিশুদের হাতে শিক্ষা সামগ্রী ও কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল মায়েশার হাত দিয়ে। জন্মদিন কে আকর্ষণীয় করে তুলতে স্টেশন চত্বরেই কচিকাঁচা দের নিয়ে নাচ গানের মাধ্যমে কিছুটা সময় কাটানোর আয়োজন করা হয়েছিল। মনসুর বাবু ও তাঁর স্ত্রীর এই মানসিকতার ভুয়সী প্রশংসা করেছেন সঞ্জয় সাহা সহ দুটি সংস্থার সকল সদস্যগন। অন্যদিকে ছোট্ট মায়েশা তার জন্মদিন এইভাবে পালন হওয়ায় বেজায় খুশি। পথ শিশুদের সঙ্গে সেও মিশে গিয়ে কিছুটা সময় চুটিয়ে আনন্দ উপভোগ করলো এদিন। মনসুর বাবু ও তাঁর স্ত্রী রেশমা আলীও এইভাবে মেয়ের জন্মদিন পালন করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্থার সকলকে।

আরো পড়ুন