বর্ধমান মেডিক্যালে ফের কোভিড মোকাবিলার প্রস্তুতি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: নতুন কোভিড সংক্রমণকে কেন্দ্র করে রাজ্যের সমস্ত কোভিড হাসপাতাল গুলিকে আগাম প্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। আর রাজ্য সরকারের সেই নির্দেশমতো বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও ‘ মক ড্রিল ‘ এর প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মাধ্যমে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এই বিষয়ে মক ড্রিল করা হবে।

বিজ্ঞাপন

হাসপাতাল সুত্রে জানাগিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০ এর বেশি কোভিড বেড রয়েছে। এছাড়া আই সি ইউ, সিসিইউ সহ সমস্ত ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। হাসপাতালের দুটি নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট রয়েছে। ফলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের সরবরাহে কোনোও রকম অসুবিধা হবে না বলেই জানানো হয়েছে।

মেডিক্যালের অধ্যক্ষ কৌস্তভ নায়েক বলেন, এখনও জেলায় সেভাবে কোভিড সংক্রমণ দেখা যায়নি। তবে হাসপাতালের পরিকাঠামো তৈরি রাখা হয়েছে। মঙ্গলবার বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার কোভিড নিয়ে মক ড্রিল করবেন। ভেন্টিলেটর, বায়োপাপ মেশিন, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা খতিয়ে দেখা হবে এই মক ড্রিলের মাধ্যমে।

আরো পড়ুন