---Advertisement---

জাতীয় সড়কে পাল্লা মোড়ে সড়ক দুর্ঘটনা, প্রাথমিক শিক্ষকের মৃত্যু

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যু হল এক প্রাথমিক স্কুল শিক্ষকের। মঙ্গলবার রাত ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ২নং জাতীয় সড়কের পাল্লা মোড় এলাকায়। রসুলপুর থেকে জাতীয় সড়ক পার করে পাল্লার দিকে আসার সময় একটি ট্রেলার ধাক্কা মারে ওই শিক্ষকের স্কুটি তে। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণচন্দ্র কোলে(৬৮)। তাঁর বাড়ি পাল্লা রোডের কাঁটাটিকর এলাকায়। তিনি পাল্লা ডিভিসি এফ পি স্কুলের শিক্ষক ছিলেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরই ট্রেলার টিকে আটক করেছে পুলিশ। চালক কেও গ্রেপ্তার করা হয়েছে। মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে এদিনের দুর্ঘটনার পর জাতীয় সড়কের পাল্লা মোড় এলাকার ট্রাফিকিং ব্যবস্থা নিয়ে বিস্তর ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী।

তাদের একাংশের অভিযোগ, একদিকে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, আর তার জন্য সিগন্যাল পোস্ট গুলো খুলে দেওয়া হয়েছে। এরই পাশাপাশি এই এলাকায় নিয়মিত ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় রাস্তা পারাপার রীতিমত বিপজ্জনক হয়ে উঠেছে। অনেক সময়ই সাধারণ মানুষ একদিক থেকে আরেক দিকে যাওয়ার সময় চরম সমস্যায় পড়ছেন। আর এর ফলেই ঘটে যাচ্ছে ভয়াবহ পরিণতি।

See also  মাছ ধরার ফাঁদ টানতেই চোখ কপালে জেলের, দেখুন ভিডিও
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---