---Advertisement---

চাষজমি থেকে উদ্ধার নরকঙ্কাল, চাঞ্চল্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: বর্ধমান আরামবাগ রোডের উচালন দিঘি এলাকায় দুটি রাইস মিলের মধ্যবর্তী চাষযোগ্য জমি থেকে উদ্ধার হল নরকঙ্কাল। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সোমবার বিকেলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশের আধিকারিক সহ মাধবডিহি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন চাষের জমি থেকে একটি মানুষের মাথার খুলি, দুটি হাতের কঙ্কাল, ও পাঁজরের হারের কিছু অংশ উদ্ধার হয়েছে। কঙ্কাল গুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এগুলির ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি কিভাবে এখানে মানুষের কঙ্কাল এলো তারও তদন্ত করা হবে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা কাজী অনিরুদ্ধ ইসলাম বলেন, “এই এলাকার দুদিকে দুটি রাইস মিল রয়েছে। একটি বন্ধ লাইন হোটেলও আছে। মাঝে সবটাই চাষের জমি। স্থানীয় কারুর দেহ হলে এলাকার মানুষ জানতে পারত। নিখোঁজ ডায়রি হতো। কিন্তু সেরকম কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ বা কারা বাইরে থেকে কঙ্কাল এর এই হাড়গোড় নিয়ে এসে ফেলে গিয়ে থাকতে পারে। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।” এদিকে এলাকায় মানুষের কঙ্কাল উদ্ধার হওয়ার ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে।

See also  বর্ধমানে তরল কোডাইন সহ গ্রেফতার তিন, মেমারীতে উদ্ধার চোলাই তৈরির উপকরণ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---