৪৫তম বর্ধমান বইমেলা শুরু হচ্ছে ৬ জানুয়ারি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান অভিযান গোষ্ঠী আয়োজিত ৪৫তম বর্ধমান বইমেলা শুরু হচ্ছে আগামী ৬ জানুয়ারী। শাঁখারীপুকুর উৎসব ময়দানে এই বইমেলা চলবে ১৫ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত। এবছর মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার সভাপতি, সাহিত্যিক ও প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায়। বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেব টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুপ্রিয় অধিকারী, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার প্রমুখ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বর্ধমান বইমেলা তথা অভিযান গোষ্ঠীর সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য্য।

বিজ্ঞাপন

এই বছর বাংলার তথা ভারতের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মের ২৫০ বছর উপলক্ষে বইমেলার মূল মঞ্চ “রামমোহন মঞ্চ’ হিসেবে নামাঙ্কিত করা হয়েছে। এবছর  রামমোহন মঞ্চ থেকে সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য  ‘স্পীড’ সংস্থাকে ‘দেবপ্রসন্ন পুরস্কারে সম্মানিত করা হবে। এই সংস্থাটি বিগত ১৮ বছর ধরে আর্থিক ও সামাজিকভাবে পশ্চাদপদ মানুষের সেবা করে আসছে।

৮ই জানুয়ারী, ২০২৩ বিকাল ৫ টায় ‘ডাঃ কৃষ্ণানন্দ মজুমদার স্মৃতি অভিযান সাহিত্য সম্মান’ ও সমীরণ চৌধুরী স্মৃতি অভিযান সাহিত্য ও সংস্কৃতি পুরস্কার’ প্রদান করা হবে। কবি অরবিন্দ সরকার এর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। এদিন এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাহিত্যিক শুভমানস ঘোষ, সাহিত্যিক, সম্পাদক ও প্রকাশক রূপা মজুমদার৷ এদিন বর্ধমান বইমেলার প্রতিষ্ঠাতা সম্পাদক সমীরণ চৌধুরী স্মারক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট নাট্য গবেষক অতিথি ডঃ অপূর্ব কুমার দে। বিষয় – ন্যাশনাল থিয়েটারের ১৫০ বছর ও বাংলা নাটকের ক্রমবিবর্তন।

মেলার শেষ দিন ১৫ জানুয়ারী সন্ধ্যায় স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বর্ধমানের পাঁচ গুণী ব্যক্তির হাতে শান্তি সাহা স্মৃতি গুণীজন সম্বর্ধনা তুলে দেওয়া হবে। এবারের গুণীজন সম্মান প্রাপকরা হলেন জাহাঙ্গীর হোসেন (শিক্ষা), শ্যামল রায় (সঙ্গীত), অমর্ত্য ঘোষ (ক্রীড়া), শিউলী গাঙ্গুলী (অভিনয়), তাপস পাল (সমাজসেবা)। এছাড়াও বইমেলায় অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে এইদিন।

বইমেলার মাঠে প্রতিদিন সন্ধ্যায় থাকবে সঙ্গীত, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান প্রভৃতি। প্রতিযোগিতার বিষয় হিসেবে থাকবে আবৃত্তি বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ, যেমন খুশি সাজো। ১৫ জানুয়ারী, সকাল ৯.০০ টায় অনুষ্ঠিত হবে ছোটদের জন্যে ডাঃ শৈলেন্দ্রনাথ মুখার্জী স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা। সন্ধ্যায় থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার মাঠ প্রতিদিন খোলা থাকবে দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। এবার বইমেলায় শতাধিক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেন।

আরো পড়ুন