---Advertisement---

রায়নায় খালের জলে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধের দেহ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: চারদিন নিখোঁজ থাকার পর শুক্রবার নিজেরই বাড়ির অদূরে একটি খালের জলে উদ্ধার হলো দেহ। ঘটনাটি ঘটেছে রায়না থানার মাছখান্ডা এলাকায়। এলাকাবাসীদের কাছে খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠিয়েছে। মৃত ব্যক্তির নাম মাবুদ মন্ডল। বয়স ৮৪বছর। বাড়ি মাছখান্ডা গ্রামেই।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানতে পারা গেছে, চারদিন আগে অনেক রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ওই বৃদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে রায়না থানায় একটি মিসিং ডাইরিও করা হয়। এরপর এদিন সকালে স্কুলে যাওয়ার পথে কিছু পড়ুয়ার চোখে পড়ে স্থানীয় দেবখালের জলে একটি দেহ ভাসছে। এলাকার কিছু মানুষ থানায় খবর দিলে পুলিশ এসে জল থেকে দেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধের দৃষ্টি শক্তি কম ছিল। পাশাপাশি মানসিক ভারসাম্য ঠিক ছিল না। বার্ধক্যজনিত কারণে নানান রোগভোগে ভুগছিলেন। রাতের অন্ধকারে বুঝতে না পেরে কোনভাবে খালের জলে পড়ে গিয়ে থাকতে পারেন। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

See also  বর্ধমান পৌর পরিষেবা এখন ডিজিটাল, এক ক্লিকেই বাড়ি বসেই সমস্যার সমাধান - জেনে নিন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---