---Advertisement---

ছাদ ক্ষতিগ্রস্থ, বৃষ্টির জলে জলমগ্ন আদালত কক্ষ, বর্ধমানে ব্যাহত আইনি পরিষেবা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির প্রভাব পড়ল বর্ধমান সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আদালত কক্ষের ছাদ থেকে অনর্গল জল পড়ে ভরে গেল আদালতের মেঝে। পরিস্থিতি বেগতিক বুঝে কার্যত সরিয়ে ফেলতে হল আদালতের গুরুত্বপূর্ন সব নথি। ছাদ থেকে টানা জল পড়তে থাকায় একদিকে যেমন ছাদ ধ্বসে পড়ার সম্ভাবনা তৈরী হয়, অন্যদিকে আদালতের গুরুত্বপূর্ণ নথি নষ্টের আশংকা প্রকাশ করেন বহু আইনজীবী।

বিজ্ঞাপন

বর্ধমান আদালতের আইনজীবীদের অনেকেই বৃহস্পতিবার জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলা জজ কোর্টের একটা গুরুত্বপূর্ণ দপ্তর এই ভবনটি। এখানে নানান হলফনামা (affidavit), ১৪৪ ধারা, ১০৭ ধারা সহ বিভিন্ন কেসের নথি রয়েছে। কিন্তু যেভাবে ছাদ থেকে জল পড়ছে তাতে ওই সব নথি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও অনবরত ছাদ থেকে জল পড়তে থাকায় আইনজীবীরা সহ আদালতের কর্মীরা এই ঘরে বসে কাজ করতে পারছেন না।

এব্যাপারে এদিন আদালতের কর্মীরা জানিয়েছেন, বিল্ডিংটি শতাব্দী প্রাচীন। বহুবার প্রশাসনিকভাবে সংস্কারের জন্য জানানো হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। বৃষ্টি পড়লেই গোটা ঘর জলে ভেসে যায়। কাজ করার মতো অবস্থা থাকে না। স্ববিকভাবেই ব্যাহত হয় আইনি পরিষেবা। এভাবে ছাদ থেকে জল পড়ায় কর্মীদের আশংকা, যেকোনো সময়েই হুড়মুড়িয়ে ছাদ ধ্বসে যেতে পারে। অবিলম্বে বিল্ডিং টির ছাদের অংশ মেরামত করা উচিত।

See also  পবিত্র ঈদের প্রাক্কালে দুশো পথভিক্ষুকদের হাতে নুতন বস্ত্র তুলে দিলো মঙ্গলকোট থানার পুলিশ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---