---Advertisement---

মেমারিতে নামি কোম্পানির নকল ১৩৫৫টি ইঞ্জিন ওয়েলের জার বাজেয়াপ্ত করল পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: বাড়ির গোডাউনেই নামি একাধিক কোম্পানির ব্র্যান্ডের লোগো নকল করে ইঞ্জিন অয়েল মজুদ করে চলছিল বেআইনি কারবার। বিশেষ সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে মেমারি থানার পুলিশ কেজা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করলো ১৩৫৫টি এক লিটারের জার।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, তিনটি নামি কোম্পানির ব্র্যান্ড নকল করে পিচবোর্ডের পেটিতে মজুদ করা ছিল মোবিল এর জার গুলো। যদিও বুধবার এই অভিযানে পুলিশ গেলেও অবৈধ কারবারের সঙ্গে যুক্ত কোন ব্যক্তিকে পুলিশ ধরতে পারেনি। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি ও তদন্ত শুরু করেছে।

See also  টানা চোলাইয়ের বিরুদ্ধে অভিযান আর বিদেশী মদের মূল্যবৃদ্ধি, জেলায় বাড়ছে হু হু করে দেশী মদের বিক্রি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---