---Advertisement---

কিশোরীর চুলের মুঠি ধরে গাড়িতে তুললো পুলিশ, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: ভালোবাসার টানে বাড়ি ছেড়ে বেরিয়ে আসা কিশোরীকে বাড়ি ফেরানোর সময় ট্রাফিক ওসি অলকেশ পতি কিশোরীর চুলের মুঠি ধরে গাড়িতে তোলার ভিডিও ঘিরে তোলপাড় সোস্যাল মিডিয়া। ঘটনা বাঁকুড়ার কোতুলপুরের নেতাজী মোড়ের। এই ঘটনার কড়া সমালোচনা করে সোচ্চার হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

বিজ্ঞাপন

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ভালোবাসার টানে কাউকে কিছু না জানিয়ে প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় স্থানীয় এক কিশোরী। বুধবার রাতে পরিবারের লোকজন ওই কিশোরীকে কোতুলপুর থানার নেতাজী মোড় এলাকায় দেখতে পান। পরিবারের লোকজন কিশোরীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কোনোভাবেই বাড়ি ফিরতে চায়নি ওই কিশোরী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া জেলার জয়পুর কোতুলপুর ট্রাফিক ওসি অলকেশ পতি। অভিযোগ সেই সময় ট্রাফিক পুলিশ আধিকারিক অলকেশ পতি কিশোরীর চুলের মুঠি ধরে তাকে গাড়িতে তোলে। কোনো পুরুষ পুলিশ আধিকারিক কীভাবে একজন কিশোরীকে এভাবে চুলের মুঠি ধরে গাড়িতে তুলতে পারেন তা নিয়ে রীতিমত সমালোচনা শুরু হয়েছে নেট মাধ্যমে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসতেই সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস ও বিজেপি।

বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চট্টোপাধ্যায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,’ এই ঘটনায় পশ্চিম বঙ্গ পুলিশের উলঙ্গ রূপ প্রকাশ পেয়েছে। যেভাবে একজন নাবালিকার মাথার চুলের মুঠি ধরে গাড়িতে তুলছেন ট্রাফিক ওসি এর নিন্দা জানাবার ভাষা নেই। এর আগে হাত পেতে টাকা নিতেও আমরা দেখেছি পুলিশ কে। আর এই ঘটনা তো সমস্ত সীমা লঙ্ঘন করেছে। আমরা চাই অবিলম্বে এই অফিসার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।’

বিজেপির সহ সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দেবপ্রিয় বিশ্বাস বলেন,’ তৃণমূল সরকারের পুলিশের এই আচরণ নতুন কিছু নয়। এর আগেও কখনো মহিলাদের দণ্ডি কাটিয়েছে, এখন চুলের মুঠি ধরে নারীর সম্ভ্রম নষ্ট করছে। আসলে এই সরকার মনে করছে পাঁচশ টাকা দিয়ে মহিলাদের সব কিছু কিনে নিয়েছে। নাহলে ১৮বছরের কম বয়সী একজন কিশোরীর চুলের মুঠি ধরে যে পুলিশ গাড়িতে তোলে, সে এখনও সাসপেন্ড হয় না? লজ্জা হওয়া উচিত এই সরকার আর তার পুলিশের।’

See also  গরম আবহাওয়া আর করোনার জেরে বর্ধমানে শীতকালীন নার্সারি ব্যবসায় কোপ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---