রায়নায় ধান বিক্রির টাকা না পেয়ে রাইস মিলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: ধান বিক্রির প্রায় আড়াই কোটি টাকা বকেয়া থাকায় রাইস মিলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ধান ব্যবসায়ীরা। পূর্ব বর্ধমানের রায়না থানার নাড়ুগ্রাম অঞ্চলের পুরশুনা এলাকায় প্রতীক্ষা এগ্রো প্রোডাক্ট নামে একটি রাইস মিলের গেটে শনিবার বিক্ষোভ প্রদর্শন করলেন ভুক্তভোগী প্রায় ২০জন ধান ব্যবসায়ী। অভিযোগ, দীর্ঘদিন আগে চাষীদের কাছ থেকে ধান কিনে রাইস মিলে বিক্রি করেছিলেন ধান ব্যবসায়ীরা। মিলের কাছে সেই বাবদ তাদের প্রাপ্য প্রায় আড়াই কোটি টাকা। অভিযোগ, নানান বাহানায় রাইস মিল কর্তৃপক্ষ বকেয়া টাকা দিচ্ছে না।

বিজ্ঞাপন

এক অভিযোগকারী ধান ব্যবসায়ী জানিয়েছেন, দীর্ঘ আট মাস আগে তিনি এই মিলেই ধান বিক্রি করেছিলেন। সেই থেকে এখনো পর্যন্ত ধান বিক্রি করার যে প্রাপ্য টাকা সেটা এখনো তিনি পাননি। টাকা চাইতে এলে প্রত্যেকবারই আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এক মালিক থাকলে অন্য আরেক মালিক থাকে না। টাকা চাইতে গেলে এক মালিক না থাকার কারণ দেখিয়ে অন্য আরেকজন টাকা দিতে চান না বলে অভিযোগ। এমনকি মিল থেকে চাল অন্যত্র বিক্রি করে দেওয়া হলেও সেই টাকাও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ধান ব্যবসায়ীরা।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রায় ১৫ থেকে ২০ জনেরও বেশি কৃষক এই মিলে ধান দিয়েছিলেন। সব মিলিয়ে প্রাপ্য টাকা দুই থেকে আড়াই কোটি। ইতিপূর্বে মিটিং ডেকে এগ্রিমেন্ট সই করে ধান ব্যবসায়ীদের জানানো হয়, এক মাসের মধ্যে বকেয়া টাকার অর্ধেক পরিশোধ করবে মিল কর্তৃপক্ষ। একজন মিল মালিক কে ফোন করলে তিনদিন পর তিনি ফোন ধরে বলেন এগ্রিমেন্টে সই করলেও তিনি নাকি মিলের দায়িত্বে নেই। নিজেদের প্রাপ্য টাকা নিজেদের বুঝে নেওয়ার কথা বলেন তিনি। এমনটাই অভিযোগ উঠে আসছে ধান ব্যবসায়ীদের পক্ষ থেকে।

অন্যদিকে চাষীদের কাছ থেকে ধান কেনার টাকাও দিতে দেরি হচ্ছে অনেকের। আর সেই কারণেই ধান ব্যবসায়ীদের পক্ষ থেকে এদিন মিলের গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিকে ধান ব্যবসায়ীদের সমস্ত টাকা নির্ধারিত দিনের মধ্যে মিটিয়ে দেবেন বলে জানিয়েছেন মিলের মালিক শেখ সুরজ উদ্দিন।

আরো পড়ুন