গ্রামে ঢ্যাঁড়া পিটিয়ে গ্যাসের দাম কমার প্রচার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর, বিদ্রুপ বিরোধীদের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কাঁধে ঢাক নিয়ে নিজে হাতে ঢ্যাঁড়া পিটিয়ে গ্যাসের দাম কমানোর কথা জানাচ্ছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, সঙ্গে দলের নেতা কর্মীরা। এমনই ছবি দেখা গেল বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়া – বদড়া গ্রামে। আর এই ঘটনাকে ভোটের আগে বিজেপির নাটক বলেই দাবী করেছে তৃনমূল কংগ্রেস।

বিজ্ঞাপন

তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী জানিয়েছেন, ‘২০১৪ সালে গ্যাসের দাম ছিল ৪০০টাকা, গত দশ বছরে সেই দাম কেন্দ্র সরকার বাড়িয়ে নিয়ে গেছে ১১০০টাকায়। এতদিন হুঁশ ছিলো না। মূল্যবৃদ্ধির চোটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এখন ভোটের আগে গিমিক দিতে গ্যাসের দাম কমিয়ে মানুষকে ভাঁওতা দেওয়ার চেষ্টা করছেন মোদী। মানুষ অতো বোকা নয়।’

উল্লেখ্য গতকালই কেন্দ্রের সরকার রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেছে। গৃহস্থের মুখে হাসি ফুটিয়ে সাধারণ গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার পিছু ২০০ টাকা এবং উজালা গ্যাস সিলিন্ডার পিছু ৪০০ টাকা দাম কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রের সরকার। এই বাজারে নতুন এই ঘোষণা নি:সন্দেহে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে মধ্য ও নিম্ন বিত্তের হেঁসেলে। আর এই মানুষের স্বস্তিকেই নিজেদের সাফল্য হিসাবে তুলে ধরে সামনের লোকসভা ভোটের বাক্সে ডিভিডেন্ড কুড়াতে মরিয়া বিজেপি। আর সেই উদ্যেশ্যে গতকাল ঘোষণা হতেই আজ তার প্রচারে কোমর বেঁধে নেমে পড়লেন খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

আদ্যি কালের ঢ্যাঁড়া পেটানোর ঢঙে কাঁধে ঢাক নিয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে নিজে মুখে গ্যাসের দাম কমানোর কথা সাধারণ মানুষকে জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। শিক্ষা প্রতিমন্ত্রীর দাবী, শুধু তিনি একা নন এরপর তাঁর দলের সমস্ত কর্মীরাই এভাবে এলাকায় এলাকায় ঘুরে গ্যাসের দাম কমার কথা ঘোষণা করবেন। অন্যদিকে তৃনমূলের দাবী, গ্যাসের দাম কমানো দেখেই বোঝা যাচ্ছে সামনেই লোকসভা ভোট। যদি দাম কমানোই যায় তাহলে এতদিন কেন বাড়তি দাম নিয়ে এল কেন্দ্রের সরকার। আর লোকসভার ভোট আসতেই নাটক করতে নেমে পড়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

আরো পড়ুন