রাতেই অভিযান বন দপ্তরের, বিক্রির উদ্দেশ্যে রাখা ২০কেজির কচ্ছপ উদ্ধার করল কর্মীরা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বাজারে বিক্রি করার আগেই গভীর রাতে হানা দিয়ে মেমারি থানার পাল্লা-২ ক্যাম্প বাজার এলাকা থেকে বিলুপ্তপ্রায় একটি বিরাট দেশি কচ্ছপ ( Indian soft sell turtle) উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। প্রায় ১৫ বছর বয়সী মেয়ে কচ্ছপটির ওজন প্রায় ২০কেজি বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে। উদ্ধারকারী দলের কর্মীরা জানিয়েছেন, কচ্ছপটির পেটের দিকে গুরুতর আঘাত রয়েছে।

বিজ্ঞাপন

বর্ধমানের বিভাগীয় বনাধিকারীক নিশা গোস্বামী বলেন,” মঙ্গলবার রাতের দিকে সূত্র মারফৎ খবর আসে মেমারি থানার পাল্লা ২ক্যাম্পের বাজার এলাকায় একটি বিরাট মাপের দেশি কচ্ছপ ড্রাম বন্দী অবস্থায় রাখা রয়েছে। যেটি সকালে বাজারে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দপ্তরের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাসের নেতৃত্বে সুবোধ দাস, বাঙালি দুসাদ ও বাপন বৈরাগী পাল্লা ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। রাত প্রায় দুটো নাগাদ স্থানীয় থানার সাহায্যে কচ্ছপ টিকে ড্রাম বন্দি অবস্থায় এলাকা থেকে উদ্ধার করা হয়।

যদিও কে বা কারা এই কচ্ছপ টিকে ধরে এনে বিক্রির জন্য রেখেছিল সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পাশাপাশি, জেলার অন্যান্য জায়গায় যেমন বন দপ্তরের পক্ষ থেকে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের বিষয়গুলি নিয়ে এবং বিলুপ্তপ্রায় প্রাণীদের সুরক্ষার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে, পাল্লা ক্যাম্প বাজার এলাকাতেও আগামীকাল থেকেই এব্যাপারে প্রচার অভিযান চালানো হবে।”

রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস বলেন,” কচ্ছপটি সম্ভবত দামোদর নদে জেলেদের মাছ ধরার জালে আটকা পড়েছিল। জালে আটকে যাওয়ার পর কচ্ছপটি বেরোনোর চেষ্টা করার সময় পেটের দিকে জালের দড়িতে আঘাত পেয়েছে। আমরা কচ্ছপটি কে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসি। বুধবার ফরেস্টের চিকিৎসক কচ্ছপটির শারীরিক পরীক্ষা করেছেন। এখন কিছুদিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হলে সেটিকে আবার তার নিজের বিচরন ক্ষেত্রে ছেড়ে দেওয়া হবে।”

বর্ধমানের পশুপ্রেমী সংস্থার কর্ণধার অর্ণব দাস বলেন,” গতকাল রাতে পাল্লা রোড এলাকার বাসিন্দা এক ব্যক্তি ফোন করে তাকে জানান, পাল্লা ক্যাম্প এলাকার সঞ্জয় বিশ্বাস নামে এক ব্যক্তি তার ফেসবুক পেজে একটি বড় কচ্ছপের ছবি দিয়ে পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে একটি নীল রংয়ের বড় ড্রামে একটি বিরাট কচ্ছপ কে উল্টো করে রাখা রয়েছে। আর তারপরই ওই ব্যক্তি আমায় ফোন করে বিষয়টি জানায়। এবং কচ্ছপটি কে অবিলম্বে উদ্ধার করার ব্যবস্থা করতে আবেদন জানান। আমি দ্রুত বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে জানাই। বন দপ্তর থেকে একটি উদ্ধারকারী দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে ড্রাম সমেত কচ্ছপ টিকে উদ্ধার করে নিয়ে আসে।”

আরো পড়ুন