রায়নায় বিধায়কের গাড়ি লক্ষ্য করে হামলা, তৃণমূল কর্মীকে মারধর, অভিযোগের তীর তৃণমূলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: রবিবার ব্রিগেডের সভা থেকে ফেরার পথে রায়না ১ব্লকের তৃণমূল কর্মী আতুয়াল মন্ডলের মৃত্যু হয়েছিল। রবিবার রাতেই মৃতের পরিবারের সঙ্গে কথা বলে সোমবার সকালে সমবেদনা জানাতে মৃতের শিবপুরের বাড়িতে যাওয়ার পথে হামলার মুখে পড়লেন খোদ রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা ও তার অনুগামীরা। অভিযোগ ব্লকের সহ সভাপতি কাজল সরকার কে লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। হামলা চালানো হয়েছে বিধায়কের গাড়ির ওপরেও। পাথর ছুঁড়ে হামলা করেছে দুষ্কৃতীরা।

বিজ্ঞাপন

এই বিষয়ে রায়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত কাজল সরকার। অভিযোগপত্রে রায়না ১ ব্লকের সভাপতি বমদেব মন্ডলের অনুগামী উল্লেখ করে ৭ জনের নামে অভিযোগ জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রায়না ১ব্লকে। জানা গিয়েছে, সোমবার রায়নার বিধায়ক শম্পা ধারা নিহতের বাড়ি যাচ্ছিলেন পরিবারের প্রতি সমবেদনা জানাতে। তার সঙ্গে ছিলেন ব্লকের সহ সভাপতি কাজল সরকার সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। রায়না থানার বেলসর তৃণমূল কার্যালয়ে কাছে পৌঁছতেই একদল দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরে সেখানে থাকা রায়নার বিধায়ক শম্পা ধারার গাড়ি লক্ষ্য করে ইঁট পাথর ছুড়তে থাকে তারা। বিধায়ক সেখান থেকে কোনোরকমে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যান।

বিধায়ক শম্পা ধারা জানান,” ব্লক সভাপতির নেতৃত্বে সিপিএম ও বিজেপি থেকে আসা কর্মীরা হামলা চালিয়েছে। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দিতেই এই হামলা করা হয়েছে। দলের নির্দেশেই এদিন নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। এই বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি।” অন্যদিকে রায়না ১ ব্লকের সভাপতি বামদেব মণ্ডল জানান, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ন মিথ্যা। সেই সময়ে আমি নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ছিলাম। বিধায়ক এই এলাকায় আসেননি। তার গাড়ি ভাঙচুর করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করলেই পুরো বিষয় পরিষ্কার হবে। মিথ্যা অভিযোগ দিয়ে দলের বদনাম করার পাশাপাশি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।”

আরো পড়ুন