বর্ধমানে আগ্নেয়াস্ত্রের কারবারের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গোপন সূত্রে খবরের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ শুক্রবার রাতে ও শনিবার ভোরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে বর্ধমান শহর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে অপর ব্যক্তির সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে এই দুই ব্যক্তি অস্ত্রপাচার কারবারের সঙ্গে যুক্ত  বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম রবি দাস, বাড়ি শহরের বিসি রোড এলকায় এবং প্রদীপ কুমার অধিকারী, বাড়ি রায়না থানার শ্যামসুন্দরে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। বিচারক রবি দাস কে তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশি হেফাজত ও প্রদীপ অধিকারী কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বর্ধমান থানার পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ রবি দাস কে বর্ধমান শহরের গোদা মোড় সংলগ্ন জাতীয় সড়ক থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ওয়ান সাটার বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পূর্ব বর্ধমানের রায়না থানার শ্যামসুন্দর এলাকায় প্রদীপ কুমার অধিকারী নামে এক ব্যক্তির সন্ধান পায়। এরপর এদিন ভোরে শ্যামসুন্দরের বাড়ি থেকে পুলিশ প্রদীপ কে গ্রেপ্তার করে। তার কাছ থেকেও একটি দেশি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পূর্ব বর্ধমান জেলা ডি এস পি ট্রাফিক রাকেশ কুমার চৌধুরী বলেন, ” আগ্নেয়াস্ত্র পাচারের বিষয়ে আগে থেকে পুলিশের কাছে খবর ছিল। সেই অনুযায়ী বর্ধমান থানার পুলিশ অভিযান চালায়। এই ঘটনায় মোট দুজন ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। দুটি বন্দুক ও দু রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে। কোথা থেকে তারা অস্ত্র নিয়ে আসত, কোথায়, কাদের সরবরাহ করতো ইত্যাদি বিভিন্ন বিষয়ে জানতে একজনকে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।”

আরো পড়ুন