পশ্চিমবঙ্গ

নদী থেকে বালি চুরি করে পাচারের সময় পুলিশের জালে দুটি ট্রাক্টর, গ্রেপ্তার এক চালক

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: শুধু দামোদর নদেই নয়, পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত মুণ্ডেশ্বরী নদী থেকেও রাতের অন্ধকারে চলছে বালি লুঠ। ট্রাক্টরে করে সেই বালি করা হচ্ছে পাচার। এমনই খবর পাওয়ার পর সোমবার রাতে অভিযানে নেমে মাধবডিহি থানার পুলিশ বড়বৈনান ও গোতান এলাকা থেকে দুটি বালি বোঝাই ট্রাক্টর কে আটক করলো।

বিজ্ঞাপন

বড়বৈনান থেকে আটক করা  ট্রাক্টরের চালক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে মাধবডিহি থানার পুলিশ। আজ মঙ্গলবার ধৃত ব্যক্তিকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে গোতান এলাকার ট্রাক্টরটির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় পুলিশ চালককে ধরতে পারেনি। তবে গাড়ির নম্বর দেখে ওই ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement