পশ্চিমবঙ্গ

শক্তিগড়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু স্ত্রীর, জখম স্বামী

FOCUS BENGAL

FOCUS BENGAL

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: দুর্গাপুরের দিক থেকে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ের পুরনো পার্কিং এলাকায় জাতীয় সড়কে মোটরবাইক দূর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। নাম লিপিকা হাজরা। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই মহিলার স্বামী। পুলিশ স্বামী স্ত্রী দুজনকেই উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে আসে। দুর্ঘটনাটি ঘটেছে রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে তারাপীঠ থেকে হুগলির পোলবা থানা এলাকায় বাড়ি ফিরছিলেন সম্পর্কে স্বামী স্ত্রী দুজনে।

বিজ্ঞাপন

শক্তিগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে মোটরসাইকেল টি। দুজন দুদিকে ছিটকে পড়েন। সেইসময় পিছন থেকে আসা একটি তেল ট্যাঙ্কার মহিলার ওপর দিয়ে চলে যায়। দূর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। স্বামী কে শক্তিগড় থানার পুলিশ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। ঘাতক ট্যাঙ্কার টিকে আটক করেছে পুলিশ বলে জানতে পারা গেছে।

বিজ্ঞাপন

Advertisement