---Advertisement---

২৪ঘণ্টার মধ্যেই বাস থেকে যাত্রীর চুরি যাওয়া গহনা উদ্ধার করল মেমারি থানার পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: ভিন রাজ্য থেকে কাজে এসে এক মহিলা বাস যাত্রীর ব্যাগ চুরির অভিযোগে ঝারখন্ডের এক দম্পতিকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। অভিযুক্তদের নাম মনোজ মির্ধা ওরফে ক্যাপ্টেন টুডু এবং তার স্ত্রী মমতা হেমব্রম ওরফে তালাময়। বাড়ি ঝাড়খণ্ডের দুমকা জেলার রামগড় থানার অন্তর্গত দাঁড়ো মির্ধাপাড়া এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, মেমারির সিমলা এলাকার জয়নাব বিবি গত ৭ তারিখে মন্তেশ্বরের ভাগরা থেকে বাস ধরে মেমারি আসছিলেন। মেমারী বাস স্ট্যাণ্ডে নামার সময় জয়নাব বিবি দেখেন, বাসের বাংকারে রাখা তার নিজের দু’টি ব্যাগ নেই। এরপর ৮ তারিখ মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জয়নাব বিবি।

মেমারি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ধরে অভিযুক্ত এক দম্পতিকে ২৪ঘণ্টার মধ্যেই শুক্রবার বিকালে ঝিকরা থেকে গ্রেফতার করে। চুরি যাওয়া জয়নাব বিবির দুটি ব্যাগ ও ব্যাগের ভিতরে থাকা সোনা ও রূপোর বেশ কিছু অলংকারও উদ্ধার করে পুলিশ। ধৃত অভিযুক্তদের সঙ্গে আরো কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে বন্ধ পুলিশের মাইকিং ব্যবস্থা, অভিযোগের তীর কর্তৃপক্ষের দিকেই, চরম সমস্যায় রোগীর পরিবারের লোকজন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---