---Advertisement---

রায়নায় আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার, উদ্ধার পাইপগান ও দু রাউন্ড গুলি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: নাকা চেকিং চলাকালীন মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র সহ ১ যুবক ধরা পড়লো রায়না থানার পুলিশের হাতে।ধৃতের নাম বাবাই দে ওরফে কানাই দে। ধৃতের বাড়ি বর্ধমান শহরের ছোটনীলপুর এলাকায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নাকা চেকিং-এর সময় রায়না থানার অন্তর্গত বাঁধগাছা মোড় এলাকায় বাবাই দে-কে সন্দেহজকভাবে ঘুরতে দেখে পুলিশ আটক করে তাকে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় ওই দুষ্কৃতিকে। ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। 

কি উদ্দ্যেশে আগ্নেয়াস্ত্র নিয়ে ধৃত ব্যক্তি ঘোরাঘুরি করছিল এবং কোথা থেকেই বা আগ্নেয়াস্ত্র পেয়েছে সে – এই সমস্ত তথ্য বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

See also  বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর প্রায় ২০দিন পর পরিকল্পিত খুনের অভিযোগ মৃতের পরিবারের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---