জাতীয় সড়ক সম্প্রসারণ কাজের নির্মাণসামগ্রী চুরির অভিযোগে ২ জন গ্রেফতার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারী: পানাগড় থেকে পালসিট অবধি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ছয় লেনের এই রাস্তা তৈরীর জন্য বিভিন্ন জায়গায় কালভার্ট ও ব্রিজ তৈরীর কাজ চলছে। আর তার জন্য বিভিন্ন জায়গায় সিমেন্ট, লোহার রড সহ অনান্য নির্মাণ সামাগ্রী ফেলে রাখা হয়েছে। অভিযোগ সেই সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে আশপাশের এলাকার কিছু দুষ্কৃতী। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সড়ক সম্প্রসারণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার লোকেদের। রবিবার রাতে মেমারী থানার শেখপুর গ্রামের কাছে এমনই ফেলে রাখা কিছু নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যাবার সময় দেখতে পেয়ে নির্মাণ সংস্থার এক কর্মী মেমারি থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন
নির্মাণ সংস্থার কর্মী দিব্যেন্দু ভট্টাচার্য বলেন, ‘আমাদের লোকেদের কাছ থেকে খবর পেয়ে  শেখপুরের কাছে এসে দেখি বেশ কিছু মহিলা ও পুরুষ মিলে রাস্তার ধারে ঢালাইয়ের জন্য রাখা লোহার রড সহ অনান্য লোহার সামগ্রী তুলে নিয়ে চলে যাচ্ছেন। আমি তাদের নিষেধ করলেও কোন কথা তারা শোনেনি। পরে আমি মেমারি থানায় ফোন করি। পুলিশ আসার পরে গ্রামের লোকেরা পালিয়ে যায়। পুলিশ পরে কিছু জিনিস উদ্ধার করেছে।’
ঠিকাদার সংস্থার এক ম্যানেজার জানিয়েছেন, রাস্তা সম্প্রসারণের সময়ে স্বাভাবিকভাবেই জিনিসপত্র খোলা জায়গায় পড়ে থাকে। সব ক্ষেত্রেই নিরাপত্তা রক্ষী থাকে এমনটাও নয়। মেন যে ক্যাম্পাস আমাদের তৈরী হয়, সেখানে সিমেন্ট সহ অনান্য জিনিস থাকে। সেখান থেকে রাস্তায় যেখানে কাজ হয় সেখানে জিনিস নিয়ে যাওয়া হয়। ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষী থাকলেও রাস্তার ধারে ধারে সব জায়গায় রাখা সম্ভব হয়না। ফলে সমস্যা হয় চুরি হয়ে গেলে। 
এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, ‘পুলিশ খবর পাবার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শেখপুর গ্রামে অভিযান চালিয়ে বেশ কিছু লোহার রড সহ অনান্য সামগ্রী পুলিশ উদ্ধার করেছে। চুরির ঘটনায় জড়িত থাকায় এলাকারই বাসিন্দা সঞ্জয় মালিক ও উত্তম বাগ বলে দু’জন কে গ্রেপ্তার করেছে। ধৃতদের আদালতে তুলে হেফাজতে নিয়ে আরও কারা জড়িত সে বিষয়ে তদন্ত করবে পুলিশ।’

আরো পড়ুন