জামালপুরে আগ্নেয়াস্ত্র সহ চুরি যাওয়া গহনা, মোটর সাইকেল সহ ধৃত ২

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: জেলার বাইরে থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে জেলার বিভিন্ন থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থেকে অপরাধ সংগঠিত করছে বলে পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাছে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য এসেছে। এব্যাপারে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে। আর এরই মধ্যে বেশ কিছুদিন ধরেই জামালপুর এলাকায় ছিনতাই ও চুরি বেড়ে চলায় জামালপুর থানায় বেশ কিছু অভিযোগ জমা পড়ে। সেইসব অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ খোঁজ নিচ্ছিল এলাকায় বহিরাগত কারা এসেছে। সেই সময়েই পুলিশ জামালপুরের ঝাপানডাঙ্গার কাছে ইমান হোসেন নামে একজনের খোঁজ পায়। 

বিজ্ঞাপন
পরে পুলিশ জানতে পারে ইমানের বাড়ি দক্ষিণ ২৪ পরগণার দত্তপুকুর থানা এলাকায়। সন্দেহ হওয়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু সোনা ও  রূপোর গহনা, একটি মোটর সাইকেল, বেশ কিছু চোরাই ইলেকট্রনিক্সের জিনিস, ল্যাপটপ, মোবাইল উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ঝাপানডাঙ্গা এলাকারই তপন দাস নামে এক যুবক কে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশী বন্ধুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতদের আদালতে তুলে হেফাজতে নিয়ে চুরি যাওয়া আরও জিনিস উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরো পড়ুন