পুলিশি হানা, মেমারিতে বাজেয়াপ্ত ৮৭টি বেআইনি গ্যাস সিলিন্ডার

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: পূর্ব বর্ধমান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং মেমারি থানার যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হলো ৮৭ টি বেআইনিভাবে মজুত রাখা গ্যাস সিলিন্ডার। ওসি ডিইবি (District Enforcement Branch) নিতু সিং বলেন,” মেমারির রাধাকান্তপুর এলাকায় এক ব্যবসায়ী বেআইনিভাবে তার দোকান ঘরে ৮৭টি গ্যাস সিলিন্ডার মজুদ করে রেখেছিলেন বলে গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালানো হয়েছে। মেমারি থানার পুলিশকে সঙ্গে নিয়ে  এই অভিযান চালানো হয়। ৭১ টি খালি সিলিন্ডার এর পাশাপাশি ১৬ টি ভর্তি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত ওই ব্যবসায়ীকে পাওয়া না গেলেও, ওই দোকানের এক কর্মচারী নিমাই হাজরা কে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। মজুদ গ্যাস সিলিন্ডার সংক্রান্ত কোন বৈধ কাগজ দেখাতে পারেনি কেউ। তদন্ত শুরু করা হয়েছে।” 

বিজ্ঞাপন
সম্প্রতি পেট্রোল ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি গ্যাসের দামও অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। আর এরই মাঝে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের জন্য বিভিন্ন কোম্পানির খালি সিলিন্ডার মজুদ করে সেগুলিকে রিফিলিং করে বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এদিনের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশের অভিযানের পর এই ধরনের অসাধু ব্যবসায়ীরা সতর্ক হবে বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

আরো পড়ুন