‘বঙ্গবন্ধু’ পুরস্কারে ভূষিত মানব বন্দ্যোপাধ্যায় কে সংবর্ধনা জানালেন বিধায়ক খোকন দাস

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ‘বঙ্গবন্ধু’ পুরস্কারে ভূষিত বর্ধমান পুরসভার ৩৩নং ওয়ার্ডের পিলখানা লেনের বাসিন্দা শিল্পী মানব বন্দ্যোপাধ্যায় কে তাঁর বাড়িতে গিয়ে সংবর্ধিত করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। উল্লেখ্য ১৫ মে কলকাতার দমদম মিউনিসিপ্যালিটি অডিটরিয়ামে বাংলাদেশের দৈনিক নোয়াখালী প্রতিদিনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানব বন্দ্যোপাধ্যায় কে কবিতা, গান ও ফাইন আর্টস বিভাগের সেরার স্বীকৃতিস্বরূপ পদক ও স্মারক প্রদান করা হয়েছিল। 

বিজ্ঞাপন

বুধবার রাতে বিধায়ক খোকন দাস স্থানীয় কাউন্সিলার পামেলা চট্টোপাধ্যায় ও অন্যান্যদের সঙ্গে নিয়ে শিল্পীর বাড়ি গিয়ে সম্মান ও সংবর্ধনা জানিয়ে আসেন। উত্তরীয় পড়িয়ে সম্মান জানানোর পাশাপাশি বেশ কিছু উপহারও তুলে দেন বিধায়ক মানববাবুর হাতে। মানব বন্দ্যোপাধ্যায়ও বিধায়ক কে সম্মান জানিয়ে তাঁর হাতে উপহার তুলে দেন। বঙ্গবন্ধু পদকটি হাতে নিয়ে দেখেন বিধায়ক। বিধায়কের সম্মানে শিল্পী বর্ধমান নিয়ে তাঁর তৈরি গানের কয়েক কলি গেয়েও শোনান উপস্থিত সকলকে।

খোকন দাস বলেন, ‘মানবদা আমাদের অনেক দিনের পরিচিত। আমি লজ্জা পাচ্ছি এটা ভেবে, এত দেরীতে কেন খবরটা পেলাম। আরও আগে এসে ওনাকে সংবর্ধনা দেওয়া উচিত ছিল। উনি আমাদের শুধু বর্ধমানের গর্ব নয়, আমাদের রাজ্যেরও গর্ব। ভারত বাংলাদেশ মৈত্রীতে আমাদের রাজ্যে বরাবরই এগিয়ে। ওনার এই সম্মান প্রাপ্তিতে আমাদের খুব ভালো লাগছে। আমি আরও বড় করে সংবর্ধনা দেবার বিষয়ে পুরপ্রধানের সঙ্গেও কথা বলব।’ 

মানব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সেভাবে এখনও কাজ করে উঠতে পারিনি। আরও অনেক কাজ করা বাকি আছে। অনেক কটা বিষয় নিয়ে কাজ শুরু করেছি। সামান্য যা কাজ করেছি তার জন্য সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি তাতে আমি আপ্লুত। বিধায়ক বাড়ি এসে নিজে আমাকে সংবর্ধনা জানাবেন সেটা ভাবতেই পারিনি।’ কাউন্সিলার শিক্ষিকা পামেলা চট্টোপাধ্যায় বলেন, ‘আমার ওয়ার্ডে এমন গুণী মানুষ থাকেন জেনে আমিও গর্বিত।’

আরো পড়ুন