বর্ধমান আরামবাগ রোডে বালির গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত এক ব্যক্তি, উত্তেজনা, অবরোধ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: বেপরোয়া খালি বালির গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। সোমবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে রায়না থানার বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের খালেরপুল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শেখ বাবর আলী বয়স(৪২)। 

বিজ্ঞাপন
জানা গেছে, এদিন মোটর সাইকেল নিয়ে বাঁকুড়া মোড়ের দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় বর্ধমানগামী একটি লরি সামনে থেকে সজোরে ধাক্কা মারে মোটর সাইকেল আরোহীকে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইক চালক। লরির চাকায় পিষ্ট হয়ে যায় ওই ব্যক্তি। এরপরই দ্রুত গতিতে পালিয়ে যায় ঘাতক লরিটি। 
এদিকে দুর্ঘটনার পরই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। অবরোধ করে দেয় বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক। বেশকিছুক্ষন অবরোধ চলার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, যেভাবে দিনের বেলায় বালির লরি বেপরোয়াভাবে রাস্তায় চলছে, তাতে প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। প্রায়ই ছোটবড় দুর্ঘটনাও ঘটছে। প্রায় প্রতিদিনই রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, অবিলম্বে দিনের বেলায় বালির গাড়ির যাতায়াত নিয়ন্ত্রণ করুক প্রশাসন।

আরো পড়ুন