বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৬১তম প্রতিষ্ঠা দিবস জৌলুসহীন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৬১তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার একপ্রকার পালিত হল কার্যত অনাড়ম্বর ভাবেই। করোনার বিধিনিষেধের জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রীতিমত সতর্কতা অবলম্বন করে নমঃ নমঃ করে পালন করলেন প্রতিষ্ঠা দিবস। বিশ্ববিদ্যালয়ের উত্তরফটক ক্যাম্পাসে পতাকা উত্তলনের মাধ্যমে দিনটির সূচনা করেন উপাচার্য নিমাই চন্দ্র সাহা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও অন্যান্য কর্মীবৃন্দদের একাংশ। উল্লেখ্য, সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ৮টি নতুন বিষয়ে পঠনপাঠনের অনুমোদন মিলেছে। যা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অনেকখানি বাড়িয়েছে বলে মনে করছেন সকলে।

বিজ্ঞাপন

নিমাই চন্দ্র সাহা বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সুখ্যাতি দেশ বিদেশে ছাড়িয়ে রয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয় ১৩ তম স্থানে রয়েছে। রাজ্যে ষষ্ঠ স্থানে ও বিশ্ববিদ্যালয়ের (সাধারণ বিচারে) তৃতীয় স্থানে রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। উপাচার্য বলেন, সকল আধিকারিক ও কর্মীবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই সাফল্য অর্জন করা গেছে। আগামী দিনেও এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে তার নিজস্ব ঐতিহ্য বজায় রাখবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন।

আরো পড়ুন