বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালিত হল যথাযোগ্য মর্যাদায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ও বর্ধমান বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে বিকেল তিনটায় রাজবাটী ক্যাম্পাসে এই উপলক্ষে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের মাননীয় ডীন রমেন কুমার সর, ডেভলপমেন্ট অফিসার ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ এডভাইজার ড. ইন্দ্রজিৎ রায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকবৃন্দ সহ ছাত্রছাত্রীরা। বাংলাদেশের নাগরিক ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম বিদেশি শিক্ষার্থীদের পক্ষে এবং এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন তাঁর স্বাগত ভাষণে।

আরো পড়ুন