ভারতীয় সংস্কৃতি মেনে তুলসী দিবস পালন বর্ধমানে

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পাশ্চাত্যের সংস্কৃতির জেরে ভারতীয়রা আজ নিজস্ব সংস্কৃতিকেই প্রায় ভুলতে বসেছি। আর তাই শনিবার গোটা দেশ জুড়ে যখন বড়দিনের উৎসব ঘিরে মাতোয়ারা ভারতের সিংহভাগ মানুষ, সেই সময় বর্ধমানের লায়ন্স ক্লাব সভাঘরে রাষ্ট্রীয় হিন্দু জাগৃতি মিশনের উদ্যোগে পালিত হল তুলসী দিবস। বর্ধমান আদালতের আইনজীবী আশীষ কুমার সাহা জানিয়েছেন, এদিন হরিপ্রিয়া জয়ন্তী মহোৎসব বা তুলসী দিবস পালনের মধ্যে দিয়ে ভারতীয় সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কারকে তাঁরা তুলে ধরতে চাইছেন।

বিজ্ঞাপন

 তিনি জানিয়েছেন, ২৫ ডিসেম্বর মানেই সিংহভাগ মানুষ জানেন এদিন বড়দিন। কিন্তু এদিন ভারতীয় সনাতন ধর্মের বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এদিনই দেবী তুলসী জন্মগ্রহণ করেন বলে পুরাণে উল্লেখ রয়েছে। তাই এদিনটিকে তুলসী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। তিনি জানিয়েছেন, তাঁরা চান ভারতীয় এই সংস্কৃতির চর্চা বাডুক। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিজ্ঞানী ড.তন্ময় দাস, গুরুধাম রসুলপুরে পন্ডিত কিংকর শ্যমদাস শিবানন্দ মহারাজ, ডা: চিন্ময় দত্ত, রাষ্ট্রীয় হিন্দু জাগৃতি মিশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন