ভোটের আগের দিন বর্ধমান বোমা উদ্ধার! চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাত পোহালেই পুরসভার ভোট। আর তার আগে শনিবার সকালে বর্ধমানের ৯নং ওয়ার্ডের বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে দুটি সুতলি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দুদিন আগেই এই অফিসে বিজেপির ফ্লেক্স পোড়ানোর অভিযোগ উঠেছিল। ৯ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুধীররঞ্জন কুমার সাউ জানান, সকালে ফোন পেয়ে তিনি এবং দলীয় কর্মীরা এসে দেখেন দুটি বোমা পড়ে আছে দলের পার্টি অফিসের সামনে। পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ এসে জায়গাটিকে ঘিরে দেয়। পুলিশ জানিয়েছে, বারুদ দিয়ে সুতো জড়ানো দুটি গোল বস্তু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজেপি প্রার্থীর দাবি, বাইরে থেকে লোক এনে এই ওয়ার্ডে আতঙ্ক ছড়াতে চাইছে শাসকদলের দুষ্কৃতীরা। তবে এভাবে আতংক ছড়িয়ে এলাকার মানুষ ও বিজেপি কর্মীদের ভয় দেখানো যাবে না। এলাকার মানুষ সন্ত্রাস সৃষ্টির  প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতেই দেবেন। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এসব ভুলে ভরা অভিযোগ। তৃণমূল বোমা বন্দুকের রাজনীতি করে না। কোথা থেকে সুতলি জড়ানো কোনো বস্তু এনে নিজেরাই ফেলে রেখে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। গত বিধানসভা ভোটের আগেও এই ধরনের কাজ গোটা জেলা জুড়েই বিজেপির দুষ্কৃতীরা করেছিল।
 

আরো পড়ুন