মশাগ্রাম স্টেশনে হিমাচল প্রদেশ ফেরত পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বাইরে বেড়াতে যাওয়া প্রায় ৮২ জনের একটি টিম শনিবার বর্ধমান এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করে দিল জেলা প্রশাসন। বর্ধমানের জামালপুর থানার আঝাপুরের বাসিন্দা সৌরভ পালিত জানিয়েছেন, গত ১৩ মার্চ আঝাপুর এবং বর্ধমান থেকে মোট ৮২জনের একটি দল তাঁরা হিমাচল প্রদেশের সিমলা, কুলু,মানালি প্রভৃতি এলাকায় বেড়াতে যান। এর মধ্যে প্রায় ৭৫ জনই আঝাপুর এলাকার। 
সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব জুড়ে হৈ চৈ শুরু হওয়ার পর তাঁরাও নিজেদের সতর্ক করে নেন। শনিবার সকালে তাঁরা মশাগ্রাম ষ্টেশনে নামলে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যদিও কোনো যাত্রীর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ বা চিহ্ন দেখা যায়নি। তবুও তাঁদের আগামী ১৪ দিন স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে থাকারও নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।

আরো পড়ুন