শক্তিগড়ে ল্যাংচার দোকানে ঢুকে গেল গ্যাস ট্যাঙ্কার, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা অনেকের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: রবিবার সকালে বর্ধমানের মিরছবায় তেল ট্যাংকার উল্টে বিপত্তি সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনার কবলে পড়েছিল নব দম্পতির চার চাকা গাড়ি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে গাড়িতে থাকা সাতজন। ২নং জাতীয় সড়ক জুড়ে ছড়িয়ে পড়েছিল ডিটারজেন্ট তৈরির তরল উপকরণ। এরপর ফের এদিন বিকেলে শক্তিগড়ে একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে হুড়মুড় করে ঢুকে গেল রাস্তার পাশে একটি ল্যাংচার দোকানে। দুর্ঘটনাটি ঘটেছে শক্তিগড় থানার আমড়া এলাকায় ২নং জাতীয় সড়কের উপর। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। 

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারাত্মক পরিণতির হাত থেকে এদিন বেঁচে গেছেন দোকানের সামনে ও পাশে সেইসময় দাঁড়িয়ে থাকা প্রায় ১০-১৫জন মানুষ। তারা জানিয়েছেন, যে গতিতে ট্যাংকারটি চলন্ত অবস্থায় আচমকাই বাঁক নিয়ে ল্যাংচার দোকানটি তে ঢুকে পরে তাতে একটু ওদিক হলেই বড়সড় বিপদ ঘটে যেতে পারতো। খদ্দেররা আগেই গাড়িটিকে তাদের দিকে ঘুরছে দেখে ছুটে পালিয়ে যাওয়ায় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন। গ্যাস ট্যাঙ্কার টি দোকানের সামনে চালা ভেঙে ঢুকে পড়ে নয়ানজুলিতে। দুর্ঘটনার পরই দুর্গাপুর মুখী ২নং জাতীয় সড়কে যাতায়াতকারী সমস্ত গাড়ি আটকে পড়ে। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফের পরিস্থিতি স্বাভাবিক করে। পাশাপাশি ক্রেনের সাহায্যে ট্যাঙ্কার টিকে সরানোর কাজ শুরু করে।

আরো পড়ুন