সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিট ২০২০-র পরীক্ষার্থীদের পরিবহণ সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করল এসএফআই

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ১৩ সেপ্টেম্বর সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিট ২০২০-এর জন্য উদ্বেগ প্রকাশ করল পূর্ব বর্ধমান জেলা এস এফ আই। বুধবার সাংবাদিক বৈঠকে এসএফআই-এর জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী এবং সভাপতি বিশ্বরূপ হাজরা জানিয়েছেন, আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা হয়েছে। আর তার পরের দিনই সর্বভারতীয় ডাক্তারী পরীক্ষা। ফলে এক জেলা থেকে অন্য জেলায় পরীক্ষার্থীদের যাতায়াতে চরম সমস্যার মুখে পড়তে হবে। 
তাঁরা জানিয়েছেন, সাধারণত দূরে কোথাও পরীক্ষা দিতে গেলে পরীক্ষার্থীরা আগের দিন পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি চলে আসার চেষ্টা করেন। কিন্তু যেহেতু এবার পরীক্ষার আগের দুদিনই পরপর লকডাউন তাই তাঁরা পরীক্ষাকেন্দ্রে কিভাবে পৌঁছাবেন তা নিয়ে সংশয় তৈরী হয়েছে। এদিন এসএফআই-এর পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে পরীক্ষার্থীদের জন্য তাঁদের যাতে কোনো রকম অসুবিধায় পড়তে না হয় সেজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সম্বন্ধীয় বিষয়গুলো নিয়েও যেকোন জায়গায় যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারেও যেন ব্যবস্থা নেওয়া হয়।

আরো পড়ুন