৬ থেকে ১৩ফেব্রুয়ারি বর্ধমানে কাঞ্চন উৎসব, এবারও আসছেন বলিউড খ্যাত শিল্পীরা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী ৬ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত বর্ধমানের কাঞ্চননগরে অনুষ্ঠিত হতে চলেছে ১৩তম কাঞ্চন উৎসব। এবার কাঞ্চন উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাস জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানেই হাজির থাকবেন বলিউডে়র দুই সুপারস্টার তুষার কাপুর এবং মহিমা চৌধুরী।

বিজ্ঞাপন

এছাড়াও অন্যান্য বছরের মতোই এবছরেও উৎসবের বিভিন্ন দিনে হাজির থাকবেন দেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পীরা। খোকন দাস জানিয়েছেন, উৎসবের দিনগুলিতে হাজির থাকবেন কুণাল পাল,অনুপম রায়, দালের মেহেন্দী, উদিত নারায়ণ, মোনালী ঠাকুর, খেসারী লাল, মোহিত চৌহান, সুখবিন্দর সিং প্রমুখরা। তিনি জানিয়েছেন, করোনা জনিত কারণে এবার কাঞ্চন উৎসবের বাজেট কমিয়ে করা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা। এছাড়াও উৎসব প্রাঙ্গনে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৭০টি স্টল থাকবে। ডগ-শো এরও আয়োজন করা হয়েছে প্রতি বছরের মতোই বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

আরো পড়ুন