---Advertisement---

২৬০লিটার চোলাই সহ ৬ জন গ্রেপ্তার গলসিতে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ সহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রায় ২৬০লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে তোলা হয়। 

বিজ্ঞাপন

পুলিশ সুত্রে জানা গেছে,  গতকাল গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে গলসী থানার পুলিশ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায়। মোল্লা সারুল এলাকা থেকে ছান্না বাগ্দী, রামগোপালপুর এলাকা থেকে সোনা বাউরী এবং কুরকুবা এলাকা থেকে বাপন দাস, সুখি বাগ্দী, পঞ্চানন বাগ্দী এবং হরেকৃষ্ণ বাগ্দীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, চোলাই মদ কারবারের বিরুদ্ধে এই ধরনের অভিযান লাগাতার চালানো হবে।

ছবি – ফাইল

See also  স্ত্রী, সন্তানদের ছেড়ে অন্যত্র সংসার, নাগালে পেতেই জুতো পেটা করল স্ত্রী, আলোড়ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---