---Advertisement---

নীলবাতি লাগানো চারচাকা গাড়ি আটক বর্ধমানে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কৃষ্ণনগর থেকে বাঁকুড়া যাওয়ার পথে বর্ধমানের তেলিপুকুর এলাকায় বিরহাটা সাব ট্রাফিক গার্ডের পুলিশের হাতে আটক হল একটি নীলবাতি লাগানো কালো স্কর্পিও গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তেলিপুকুর এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের এই কালো স্করপিও গাড়িটিকে দেখে সন্দেহ হওয়ায় সেটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

বিজ্ঞাপন


পুলিশ জানিয়েছে, গাড়িটির মালিকের নাম দেবদাস হালদার। গাড়িটি আলিপুর আরটিও অফিস থেকে ২০১১ সালে রেজিস্ট্রেশন করানো হয়েছে। এদিন গাড়ির মালিক দেবদাস হালদার পরিবার নিয়ে কৃষ্ণনগর থেকে বাঁকুড়া যাচ্ছিলেন। পুলিশ গাড়িটি আটক করলে, দেবদাস হালদার পুলিশ কে জানান, তার গাড়িটি আগে কৃষ্ণনগরের মহকুমা শাসকের অফিসে ভাড়া দেওয়া ছিল। সেই সময়ে এই নীলবাতি লাগানো হয়েছিল। গাড়িটি তিনি ব্যবহার করেন না। পারিবারিক একটি জরুরি কারনে বাধ্য হয়ে এই গাড়ি নিয়ে বেরোতে তাদের বেরোতে হয়েছে।

আরো পড়ুন – পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক বিধানচন্দ্র রায়

আরো পড়ুন – বাইক আরোহীকে মেরে বেপরোয়া লরি ঢুকে গেল বাড়িতে জামালপুরে

যদিও দেবদাস হালদারের কোথায় ট্রাফিক পুলিশ সন্তুষ্ট না হওয়ায় গাড়িটি কে বর্ধমান থানায় পাঠিয়ে দেওয়া হয়। দেবদাস হালদার সহ গাড়ির অন্য যাত্রীদেরও বর্ধমান থানায় নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইন অনুযায়ী মোটর ভেকেলস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি বাজেয়াপ্ত করা হলেও গাড়ির মালিক সহ কাউকেই গ্রেপ্তার করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

See also  একের পর এক মন্দিরের পর এবার সোনার দোকানে চুরি ভাতারে, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---