বাইক আরোহীকে মেরে বেপরোয়া লরি ঢুকে গেল বাড়িতে, জামালপুরে মৃত এক, জখম এক শিশু সহ মহিলা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: মঙ্গলবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল জামালপুরের মেমারি-তারকেশ্বর রোডের কেরিলি এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বর্ধমানের দিক থেকে জামালপুরের দিকে বেপরোয়া গতিতে একটি লরি যাবার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা এক মোটর সাইকেল আরোহী কে সজোরে ধাক্কা মারে। মোটর সাইকেলটি লরির নিচে ঢুকে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সামনেই একটি কংক্রিটের বাড়িতে সজোরে ধাক্কা মারে। ভেঙে যায় বাড়িটির দেওয়াল।

বিজ্ঞাপন

এই ঘটনায় বাড়ির ভিতরে থাকা এক মহিলা সহ একটি শিশু গুরুতর জখম হয়েছে। জানা গেছে, শিশুটির নাম চন্দ্রানী কর্মকার, বয়স তিন বছর এবং মহিলার নাম পার্বতী কর্মকার, বয়স ৫৫ বছর। স্থানীয়রাই দুর্ঘটনার পর উদ্ধার কাজে হাত লাগান। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে মোটর সাইকেল আরোহী কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানা গেছে, মৃত ব্যক্তির নাম শেখ সৌকত আলী। তিনি স্থানীয় বাসিন্দা। পাশাপাশি জখম মহিলা ও শিশু টিকে বর্ধমান মেডিক্যালে রেফার করে দেওয়া হয়। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়িটিকে আটক করেছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই এলাকায় রাস্তায় হাম্প করে দিতে হবে। একই সাথে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে রাখতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে।

আরো পড়ুন