---Advertisement---

কেন্দ্র সরকারের দুর্নীতিদমন শাখার অফিসার পরিচয় দিয়ে জামালপুরে তোলাবাজির ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: কেন্দ্রীয় সরকারের দুর্নীতি দমন শাখার (CEB) অফিসারের পরিচয় দিয়ে ব্যবসায়ীক সংস্থার কাছ থেকে বেআইনিভাবে টাকা চাওয়ায় অভিযোগে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত ব্যক্তির নাম রঞ্জিত বোস (৬০)। তার বাড়ি ব্যারাকপুরের টিটাগড় থানা এলাকার নোনাচন্দনপুকুরে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে শনিবার জামালপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের আঝাপুর এলাকার একটি ওজন সেতুর অফিস থেকে রঞ্জিত বোস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আরো এক ব্যক্তি পলাতক আছে। তার খোঁজে তল্লাশি চলছে। অভিযোগকারী ব্যবসায়ী পুলিশ কে জানিয়েছে, একটি চারচাকা গাড়ি নিয়ে দুই ব্যক্তি তাদের অফিসে আসেন। তাদের মধ্যে একজন নিজেকে সিইবির অফিসার বলে পরিচয় দিয়ে ওয়েব্রীজ টির ম্যানেজারের কাছ থেকে ৬০হাজার টাকা দাবি করেন। যদিও পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের কোন সংস্থার অস্তিত্বই নেই।

ম্যানেজার টাকা দিতে অস্বীকার করলে ওই ব্যক্তিকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। এরপর পুলিশ কে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে এক ব্যক্তি পালিয়ে গেলেও রঞ্জিত বোসকে ধরে ফেলে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার দোষ স্বীকার করে নিয়েছে। এরপরই রণজিৎ বোস কে গ্রেপ্তার করে রবিবার বর্ধমান আদালতে পেশ করে জামালপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তোলাবাজির ঘটনায় যে চারচাকা গাড়িটি ব্যাবহার করা হয়েছিল সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

See also  আউশগ্রামে প্রচুর বোমা উদ্ধার, গ্রেপ্তার এক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---