---Advertisement---

মেমারিতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু এক ব্যক্তির

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: রবিবার সকালে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ভিম কর, বয়স ৫১ বছর। তার বাড়ি মেমারি থানার পাল্লা ২ নম্বর ক্যাম্প এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৬টা নাগাদ হঠাৎই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। পাল্লা দিয়ে শুরু হয় বজ্রপাত।

বিজ্ঞাপন

এরইমধ্যে স্থানীয় সূর্যনগর মাঠে গরু আনতে যায় ভীম কর। সেই সময় হঠাৎই বজ্রপাতের বিকট আওয়াজ শুনে পরিবারের লোকজন ছুটে যায় মাঠের দিকে। তারা দেখেন ভীম ও তার গরুটি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। এরপরেই ভীমকে সেখান থেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিনই বেলা বারোটা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তর জন্য পাঠানো হয় বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে।

See also  পুরী সহ দক্ষিণভারত ঘোরার বিশেষ পর্যটন ট্রেন এবার থামবে বর্ধমান স্টেশনেও, খুশি ভ্রমণ পিপাসুরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---