রায়নায় বাইকের টুলবক্স ভেঙ্গে এক লক্ষ টাকা ছিনতাই, পান্ডুয়া থেকে গ্রেপ্তার দুই দুষ্কৃতী

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে মোটর সাইকেলের টুল বক্সের তালা ভেঙে এক লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। সেই ঘটনার অভিযোগ থানায় জমা পড়ার পরই পুলিশ ঘটনার তদন্তে নেমে কয়েকঘন্টার মধ্যেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করার পাশপাশি চুরি যাওয়া টাকার অর্ধেক উদ্ধার করে ফেললো। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমানের রায়না থানার শ্যামসুন্দর বাজার এলাকার একটি রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্কের সামনে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রায়নার জগতপুরের বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত শ্যামসুন্দর বাজার এলাকার একটি রাষ্ট্রয়াত্ব ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে বাইকের টুল বক্সে সেই টাকা রেখে শ্যামসুন্দরের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। রাস্তায় দেবীবরণপুর কদমতলা এলাকায় এসে বাইক থেকে নেমে একটি দোকানে ঢোকেন বিশ্বজিৎ বাবু। তার টুল বক্সে আলাদা আরো পঞ্চাশ হাজার টাকা ছিলো বলে জানিয়েছেন তিনি। সেইসময় দুই দুষ্কৃতী বিশ্বজিৎ বাবুর মোটর সাইকেলের টুল বক্সের তালা ভেঙ্গে এক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। বিশ্বজিৎ বাবু দোকানের আজ সেরে বাইকের কাছে আসতেই দেখেন তার বাইকের টুল বক্সের তালা ভাঙ্গা এবং ভিতরে টাকা নেই। এরপরই তিনি রায়না থানায় সমস্ত ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনার তদন্তে নামে।

রায়না থানার সাব ইন্সপেক্টার সঞ্জয় মন্ডল এলাকার সিসি ক্যমেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেন। সেখানেই চুরির বিষয়টি পরিষ্কার হয় পুলিশের কাছে। এরপর সোর্স ইনফরমেশন কাজে লাগিয়ে শুক্রবার রাতেই হুগলির পান্ডুয়া থেকে মনোজ দাস ও বিকাশ দাস নামে দুই যুবক কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ৯৮ টি ৫০০টাকার নোট অর্থাৎ ৪৯ হাজার টাকা উদ্ধার করে। বাজেয়াপ্ত করা হয় চুরিতে ব্যবহৃত মোটর সাইকেলটিও। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বাড়ি হুগলি জেলার পান্ডুয়া থানার পুরুষোত্তমপুর এলকায়।

এই গ্যাংটিই কিছুদিন আগে শক্তিগর এলাকায় ও তারকেশ্বরেও একই ভাবে চুরির ঘটনায় জড়িত ছিল বলে পুলিশ জানতে পেরেছে। শনিবার ধৃত দুই অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরির বাকি টাকা উদ্ধার করা হবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত আছে তারও তদন্ত চালাবে পুলিশ।

আরো পড়ুন